নিজস্ব প্রতিবেদক,(৪জানুয়ারী): নাটোরের সিংড়া পৌর বিএনপির সভাপতি, পৌর মেয়র ও ম্যাব মহাসচিব অধ্যাপক শামিম আল রাজি বলেছেন, সরকার হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে এই সরকার বিচার ব্যবস্থাকে কলুষিত করেছে। বর্তমানে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ সব গণমাধ্যমের ওপর ফ্যাসিবাদী আচরণ শুরু করেছে। তেল, সার, বিদ্যুত্সহ সব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ দিশেহারা। এই ফ্যাসিবাদী সরকারকে তীব্র গণআন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল করতে বাধ্য করা হবে। বুধবার উপজেলার বিভিন্ন পথসভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আগামী ৬ জানুয়ারী বিএনপির বিক্ষোভ মিছিলসহ কেন্দ্র ঘোষিত সব আন্দোলনে সবাইকে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়ে এসব কথা বলেন।
এ সময় সিংড়া শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, আতিকুর রহমান লিটন,যুবদল নেতা রুহুল আমিন ছাত্রদল নেতা সাইদুর রহমান সাধু,সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
নিউজরুম