১৫ জানুয়ারি গণতান্ত্রিক বাম মোর্চা হরতাল

0
166
Print Friendly, PDF & Email

 ঢাকা (৪জানুয়ারী) : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে আগামী ১৫ জানুয়ারি আরেকটি হরতাল আসছে। এ হরতাল দিতে দিচ্ছে গণতান্ত্রিক বাম মোর্চা। শুক্রবার গণতান্ত্রিক বাম মোর্চার এক শীর্ষ নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বাম গণতান্ত্রিক মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকি জানান, “এই মুহুর্তে তারিখ বলতে চাচ্ছি না। তবে হরতাল আমরা দিতে যাচ্ছি এটা অনেকটাই নিশ্চিত।”

তিনি আরো জানান, “অনেক আগেই এই ঘোষণা দিয়েছি জ্বালানি তেলের দাম বাড়লে আমরা হরতাল দিচ্ছি। বাম মোর্চা ছাড়াও অন্যান্য সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা করে শিগগিরই হরতালের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।”

শেয়ার করুন