ঢাকা ( ৪জানুয়ারী): জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ৬ জানুয়ারি রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
আজ শুক্রবার বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে জোটের বৈঠকের পর বিএনপি’র সমন্বয়কারী ও মুখপাত্র এবং স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম এই ঘোষণা দেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে সরকার জ্বালানি তেলের দাম লিটার প্রতি সর্বোচ্চ ৭ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয়। রাত ১২টার পর থেকেই নতুন দর কার্যকর করা হয়।
বিএনপি চেয়ারপারসন এর আগেই গত ২৯ ডিসেম্বরের পথসভা কর্মসূচি থেকে ঘোষণা দিয়েছিলেন সরকার জ্বালানি তেলের দাম বাড়ালে হরতাল কর্মসূচি দেওয়া হবে। বৃহস্পতিবার রাতে তেলের দাম বাড়ানোর ঘোষণা আসার পর দলের শীর্ষ নেতাদের সাথে জরুরি বৈঠক ডাকেন খালেদা জিয়া। রাতেই সিদ্ধান্ত হয় রোববার দেশব্যাপী হরতাল দেওয়ার। তবে জানানো হয়, জোটের নেতাদের সাথে বৈঠক করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
নিউজরুম