আর্ন্তজাতিক ডেস্ক(৪ জানুয়ারী): সিরিয়ায় মার্চ ২০১১ থেকে শুরু হওয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী গণবিক্ষোভে এ পর্যন্ত ৬০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার নাভি পিলাই।
তিনি বলেন, উপাত্ত বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী সিরিয়ায় ১৫ মার্চ, ২০১১ থেকে ৩০ নভেম্বর, ২০১২ পর্যন্ত ৫৯ হাজার ৬৪৮ জন নিহত হয়েছে। হতাহতের সংখ্যা আমাদের অনুমানের চেয়ে অনেক বেশি এবং সত্যিই ভয়াবহ। তিনি আরো বলেন, নিহতদের বেশির ভাগই পুরুষ।
দেশটিতে মৃতের সংখ্যা বেড়েই চলেছে এবং এখন পর্যন্ত এ সংঘর্ষ শেষ হওয়ার কোনো লণ দেখা যাচ্ছে না।
জাতিসঙ্ঘের এ ঘোষণার দিন দামেস্কের উপকণ্ঠে সরকারি সেনারা একটি পেট্রল স্টেশনে বিমান হামলা চালালে বহু লোক নিহত হয়।
গাড়ির জ্বালানি নেয়ার জন্য অপেমাণ অনেক গাড়িচালক এ হামলায় অগ্নিদগ্ধ হয়েছে বলে জানিয়েছে বিদ্রোহীরা।
রাজধানীর পূর্বাঞ্চলীয় উপকণ্ঠ মুলেইহায় স্থানীয় সময় বেলা ১টায় এ হামলা হয়। এর ঘণ্টাখানেক পর ঘটনাস্থলে যাওয়া বিদ্রোহী আবু সাইদ বলেন, ‘আমি কমপে ৩০টি মৃতদেহ গুনেছি। তারা হয় পুড়ে গেছে, নয়তো ছিন্নভিন্ন হয়ে গেছে।’
নেভি পিল্লাই আরো বলেন, ‘নভেম্বরের শেষের দিক থেকে সিরিয়ায় লড়াইয়ের কোনো বিরতি দেখা যায়নি। আর তাই ২০১৩ সালের শুরু নাগাদই ৬০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়ে গেছে বলে ধারণা করা যায়।’
নিহতরা বিদ্রোহী, সেনা নাকি বেসামরিক নাগরিক তা আলাদা করে উল্লেখ করা হয়নি জাতিসঙ্ঘের দেয়া তথ্যে। এমনকি ৬০ হাজারের কত বেশি মানুষ নিহত হয়েছে তাও সুনির্দিষ্ট করা হয়নি।
এর আগে ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ নিশ্চিত তথ্য দিয়ে সিরিয়ায় নিহতের সংখ্যা ৪৫ হাজার বলে জানিয়েছিল। তবে প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে বলেও জানিয়েছিল তারা।
নিউজরুম