শিক্ষা অ্যাটাশে হলেন মালালার বাবা

0
155
Print Friendly, PDF & Email

আর্ন্তজাতিক ডেস্ক(৪ জানুয়ারী):তালেবানের গুলিতে আহত পাকিস্তানি কিশোরী মালালার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই যুক্তরাজ্যের বার্মিংহামে পাকিস্তানি উপদূতাবাসের চাকরিতে যোগ দিয়েছেন।
পাকিস্তান সরকার ঘোষণা করেছে, জিয়াউদ্দিন ইউসুফজাইকে উপদূতাবাসের শিক্ষাসংক্রান্ত বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁর পদে দায়িত্ব পালনের মেয়াদ তিন বছর হলেও আরও দুই বছরের জন্য তা বাড়ানো হতে পারে।
গত বছরের অক্টোবর সোয়াত উপত্যকায় তালেবানের গুলিবর্ষণে আহত হয়ে মালালা বর্তমানে বার্মিহামের কুইন এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন।

 

নিউজরুম

 

শেয়ার করুন