আর্ন্তজাতিক ডেস্ক(৪ জানুয়ারী):তালেবানের গুলিতে আহত পাকিস্তানি কিশোরী মালালার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই যুক্তরাজ্যের বার্মিংহামে পাকিস্তানি উপ–দূতাবাসের চাকরিতে যোগ দিয়েছেন।
পাকিস্তান সরকার ঘোষণা করেছে, জিয়াউদ্দিন ইউসুফজাইকে উপ–দূতাবাসের শিক্ষাসংক্রান্ত বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁর এ পদে দায়িত্ব পালনের মেয়াদ তিন বছর হলেও আরও দুই বছরের জন্য তা বাড়ানো হতে পারে।
গত বছরের ৯ অক্টোবর সোয়াত উপত্যকায় তালেবানের গুলিবর্ষণে আহত হয়ে মালালা বর্তমানে বার্মিহামের কুইন এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন।
নিউজরুম