নাটোর ( ৪জানুয়ারী) : নাটোরে আগুন লেগে আগুনে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে।
শুক্রবার সকালে নাটোর সদর উপজেলার জংলি কুমিল্লা পাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দমকল বাহিনী সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে কুমিল্লা পাড়া গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে আগুন লাগে। মুহূর্তে তা পাশের রহিমের বাড়িতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে নাটোর দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে, ততক্ষণে আগুনে হাবিবুর ও রহিমের ২টি করে ৪ টি বসত ঘর, একটি করে রান্না ও গোয়ালঘর এবং রহিমের একটি খড়ের গাদা পুড়ে যায়।
আগুনে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।
নাটোর ফায়ার স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।