বাগদাদে বোমা হামলায় নিহত ১৫ শিয়া তীর্থযাত্রী

0
130
Print Friendly, PDF & Email

ঢাকা ( ৪ জানুয়ারী) : ইরাকের রাজধানী বাগদাদে একটি গাড়িবোমা হামলায় কমপক্ষে ১৫ শিয়া মুসলিম তীর্থযাত্রী নিহত ও ৩০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় ১৭ টায় ওই হামলা হয়।

 

কারবালার পবিত্র স্থান থেকে ফেরার পর তীর্থযাত্রীরা মুসাইব স্থানে আসলে একটি পার্ক করা গাড়ি বিস্ফোরত হয়। একটি আন্তর্জাতিক  সংবাদ মাধ্যম জানিয়েছে, এক আত্মঘাতি ওই বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। ইরাকে শিয়াদের লক্ষ্য করে হামলা দিন দিন বাড়ছে।

 

পুলিশ জানিয়েছে, একটি বাস স্টেশনের কাছে ওই বোমা বিস্ফোরিত হয়। ওই বাস স্টেশন থেকে ইরাকের বিভিন্ন শহরের তীর্থযাত্রীরা কারবালায় যেত ও সেখান থেকে ফিরত।

দেশের পশ্চিমে আন্দোলন, বাগদাদ ও স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের মধ্যে তেল ও ভূখণ্ড নিয়ে বিবাদের মধ্যে সহিংসতার মুখে পড়ছে ইরাক। গত সোমবার মুসাইবে বোমা হামলায় সাত জন নিহত হয়।

শেয়ার করুন