ঢাকা ( ৪ জানুয়ারী) : শিক্ষাক্ষেত্রে নারী ও শিশুদের সমান সুযোগ দেওয়ার ব্যাপারে বলিষ্ঠ বক্তব্য রেখে অসামান্য সাহস প্রদর্শনের জন্য আয়ারল্যান্ডের ‘টিপারারি ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০১২’ লাভ করেছেন পাকিস্তানের মানবাধিকারকর্মী ও কিশোরী ব্লগার মালালা ইউসুফজাই।
সম্মাননার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত ৫ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হারিয়ে এ সম্মাননা জিতেন মালালা। মনোনীতদের কাতারে আরও ছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, ভারতের জাতীয় কংগ্রেসের নেতা সোনিয়া গান্ধী, কেনিয়ার সাবেক সাংবাদিক জন গিথোনগো এবং প্যাক্স ক্রিস্টি নামক মানবাধিকার ও শান্তি বিষয়ক ক্যাথলিক সংগঠনের নাম।
নারীশিক্ষার পক্ষে ও জঙ্গী গোষ্ঠীর বিরুদ্ধে মন্তব্য করায় গত অক্টোবরে পাকিস্তানের উত্তর-পশ্চিম সোয়াত এলাকায় নিজ স্কুল বাসে তালেবান হামলায় গুরুতর আহত হয়েছিলেন ১৫ বছর বয়সী মালালা। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর ব্রিটেনের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে স্থানান্তরিত করা হয় মালালাকে।
উল্লেখ্য, ২০০৭ সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টো এই সম্মাননা পেয়েছিলেন।
নিউজরুম