উইন্ডোজ ৮ কতখানি জনপ্রিয়তা পেয়েছে?

0
183
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(৪ জানুয়ারী): উইন্ডোজ কতখানি জনপ্রিয়তা পেয়েছে? প্রশ্নটি উত্তর হিসেবে নেট অ্যাপ্লিকেশনের সাম্প্রতিক একটি তথ্যে চোখ বুলিয়ে নেওয়া যেতে পারে। নেট অ্যাপ্লিকেশনের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে বাজারে আসার পর থেকে অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ এখন পর্যন্ত .৭৮ শতাংশ কম্পিউটারে ইনস্টল করা হয়েছে। এক খবরে তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
উইন্ডোজ ব্যবহারকারীদের অধিকাংশই তাদের উইন্ডোজ সফটওয়্যারকে উইন্ডোজ আপগ্রেড করে নিয়েছেন। বর্তমানে .৭২ শতাংশ ব্যবহারকারী উইন্ডোজ ব্যবহার করছেন আর .০৫ শতাংশ ব্যবহার করছেন উইন্ডোজ টাচ।
প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, কম্পিউটারের বাজারে আশানুরূপ সাড়া ফেলতে পারেনি মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম। উইন্ডোজ কম্পিউটারের বিক্রিও বাড়েনি। মাইক্রোসফট জানিয়েছিল, বাজারে আসার পর প্রথম মাসে কোটি উইন্ডোজ বিক্রি করেছিল তারা

 

নিউজরুম

 

শেয়ার করুন