বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(৪ জানুয়ারী): উইন্ডোজ ৮ কতখানি জনপ্রিয়তা পেয়েছে? এ প্রশ্নটি উত্তর হিসেবে নেট অ্যাপ্লিকেশনের সাম্প্রতিক একটি তথ্যে চোখ বুলিয়ে নেওয়া যেতে পারে। নেট অ্যাপ্লিকেশনের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে বাজারে আসার পর থেকে অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ৮ এখন পর্যন্ত ১.৭৮ শতাংশ কম্পিউটারে ইনস্টল করা হয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
উইন্ডোজ ৮ ব্যবহারকারীদের অধিকাংশই তাদের উইন্ডোজ সফটওয়্যারকে উইন্ডোজ ৮ এ আপগ্রেড করে নিয়েছেন। বর্তমানে ১.৭২ শতাংশ ব্যবহারকারী উইন্ডোজ ৮ ব্যবহার করছেন আর ০.০৫ শতাংশ ব্যবহার করছেন উইন্ডোজ ৮ টাচ।
প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, কম্পিউটারের বাজারে আশানুরূপ সাড়া ফেলতে পারেনি মাইক্রোসফটের নতুন এ অপারেটিং সিস্টেম। উইন্ডোজ কম্পিউটারের বিক্রিও বাড়েনি। মাইক্রোসফট জানিয়েছিল, বাজারে আসার পর প্রথম মাসে ৪ কোটি উইন্ডোজ ৮ বিক্রি করেছিল তারা।
নিউজরুম