সুনিধি চৌহান এখন ঢাকায়।

0
169
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(৪ জানুয়ারী):দারুণ জনপ্রিয় হওয়াশিলা কি জওয়ানিগানের শিল্পী সুনিধি চৌহান এখন ঢাকায়। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকায় এসেছেন ভারতের জনপ্রিয় এই শিল্পী। আজ সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে তিনি গান করবেনসুনিধি চৌহান ইন ঢাকাকানসার্টে। তাঁর এই কনসার্টের পৃষ্ঠপোষকতা করছে নকিয়া।
নকিয়ার পক্ষ থেকে সৈয়দ মাহমুদুল হাসান জানান, পরিকল্পনা অনুযায়ী বিকেল সাড়ে পাঁচটায় গান গাইবেন ডিরকস্টার শুভ।
সুনিধি মঞ্চে আসবেন সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ। তিনি গান গাইবেন রাত ১০টা পর্যন্ত।
আগ্রহী ব্যক্তিরা নকিয়া আশা ৩০৫, ৩০৬, ৩০৮, ৩০৯ ৩১১ কিনে কনসার্টটি উপভোগ করার সুযোগ পাবেন।
কাল শনিবার সকালে মুম্বাই ফিরে যাবেন সুনিধি

 

নিউজরুম

 

শেয়ার করুন