হিন্দি ছবিতে ব্রিটনি স্পিয়ার্স!

0
150
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(৪ জানুয়ারী): পশ্চিমা বিশ্বের অনেক তারকাকেই এখন হিন্দি ছবিতে দেখা যায়। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন পপতারকা ব্রিটনি স্পিয়ার্স। যদিও ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ভারতের প্রথম খাদ্য কমেডি, ‘দ্য সল্ট অ্যান্ড পেপারপ্রযোজক সদানন্দন লুক্সাম বেশ জোর দিয়েই তার নতুন হিন্দি ছবিতে ব্রিটনিকে অন্তর্ভুক্তির দাবি করে বলেছেন, ‘এর মধ্যে ব্রিটনির গান ফিল্মের অবিচ্ছেদ্য অংশ হিসেবে থাকবে। সেই প্রফুল্ল নাচ গান দর্শকদের মনে ব্যাপক সাড়া জাগাবে বলে আশা করছি। এটি সার্বজনীন মানের ছবি হবে। কিছু ইংরেজি সংলাপও থাকছে।

 

তিনি বলেন, শিগগিরই আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে ছবির নাম অন্যান্য কলাকুশলীদের নাম জানানো হবে। এর কিছু দিনের মধ্যেই সঙ্গীত পরিচালকের নাম ঘোষণা করব। কাজ শুরুর আগে এর বেশি কিছু বলতে চাই না। আমি নিশ্চিত যে, এই ছবিটি দর্শকদের হৃদয়ে ঠাঁই পাবে

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন