স্পোর্টস ডেস্ক(৪ জানুয়ারী):খোঁচাটা প্রথমে ব্র্যাড হাডিনই দিয়েছিলেন। ক্রিস গেইলের বাজে ফর্মের দিকে ইঙ্গিত করে বলেছিলেন, এত টাকা দিয়ে তাঁকে কিনে কী লাভ হলো সিডনি থান্ডারের! টুইটারে সিডনি সিক্সার্সের অধিনায়ককে এর গায়ে জ্বালা ধরানো জবাব দেন ক্রিস গেইল, ‘আমি ডান হাতে ব্যাটিং করলেও ওর চেয়ে ভালো করতাম, এটা কি আর আমার দোষ!’
এরপর দুজনের সাপে–নেউলে সম্পর্কই হওয়ার কথা। তবে গেইল মোটেও তা মনে করেন না। হাডিনের ওপর ব্যক্তিগত কোনো আক্রোশ নেই মন্তব্য করে তিনি বলেছেন, ‘এ ঘটনা পেছনে ফেলে এসেছি। ও কিছু একটা বলেছে, আমিও পাল্টা জবাব দিয়েছি। এই তো, ব্যাপারটা এখানেই শেষ। এটা এখন স্রেফ অতীত।’
নিউজরুম