যেখানে হাত দেবেন সেখানেই দুর্নীতি, লুণ্ঠন : তরিকুল

0
185
Print Friendly, PDF & Email

ঢাকা ( ৩ জানুয়ারী) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়ক তরিকুল ইসলাম বলেছেন, গোটা দেশই এখন দুর্নীতিগ্রস্ত। পদ্মা সেতুর নকশার কথা বলে মনসেল-এইকম নামের একটি পরামর্শক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১২৬ কোটি টাকা উঠিয়ে নেওয়ার অভিযোগসংক্রান্ত খবরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘দুদকের চোখে ছানি পড়েছে। এ কারণে তারা এ দুর্নীতি দেখতে পায়নি।’
বিএনপির এই নেতা অভিযোগ করেন, এ আমলে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ব্যাংক, ভিওআইপি ব্যবসা সব সরকারদলীয় লোকজন পেয়েছেন।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে তরিকুল ইসলাম বলেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।

তরিকুল ইসলাম অভিযোগ করেন, একদিন সকালে হয়তো দেখা যাবে, সমুদ্রে পানি নেই। আওয়ামী লীগ, যুবলীগের নেতা-কর্মীরা সেটাও লুণ্ঠন করেছে।’
আজ বৃহস্পতিবার এক আলোচনা সভায় বর্তমান সরকারের সময় পদ্মা সেতু, হল-মার্ক, ডেসটিনি প্রভৃতি ক্ষেত্রে দুর্নীতির সমালোচনা করে তরিকুল ইসলাম এসব কথা বলেন। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে পদ্মা সেতু বাস্তবায়ন সংগ্রাম পরিষদ নামের একটি সংগঠন এই সভার আয়োজন করে।
বর্তমান সরকারের দুর্নীতির মাত্রার প্রতি কটাক্ষ করে তরিকুল ইসলাম বলেন, ‘যেখানে হাত দেবেন, সেখানেই দুর্নীতি। যেখানে হাত দেবেন, সেখানেই লুণ্ঠন।’

নিউজরুম
,

শেয়ার করুন