ঢাকা ( ৩জানুয়ারী) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার বলেছেন, দেশ বিএনপি প্রধান খালেদা জিয়ার হাতে কখনো নিরাপদ থাকবে না, কারণ তার চারপাশ ঘিরে আছে সাপের মতো বিষধর স্বাধীনতাবিরোধী শক্তি।
তিনি বলেন, খালেদা জিয়া সাপ নিয়ে খেলছেন। তিনি দেশের স্বাধীনতা যুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকারী, নারী নির্যাতনকারী এবং গণহত্যা পরিচালনাকারী সাপ মাথায় নিয়ে ঘুরছেন। তাই বাংলাদেশ আপনার (খালেদা) হাতে নিরাপদ নয়।
সার্কিট হাউজ ময়দানে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় ভাষণদানকালে প্রধানমন্ত্রী একথা বলেন।
আওয়ামী লীগ নেত্রী বলেন, দেশের মানুষ শান্তি চায়, তারা বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের প্রত্যাবর্তন চায় না। বিএনপির মাধ্যমে শান্তি আসবে না। তারা দেশকে জঙ্গি আর সন্ত্রাসীদের স্বর্গরাজ্য বানিয়েছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ এখন আর বিশ্বে জঙ্গিবাদী দেশ নয়। বরং এটা এখন উন্নয়নের মডেলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, দেশ তখন আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি অর্জন করে।
খালেদা জিয়ার উদ্দেশে হাসিনা বলেন, ভাঙা স্যুটকেস আর ছেড়া পোশাক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশকে আপনি কি দিয়েছেন?
সূত্র : ইউএনবি।