বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(৩ জানুয়ারী):শিগগিরই জনপ্রিয় ওপেন সোর্স বা মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টু–নির্ভর স্মার্টফোনের দেখা মিলতে পারে। এক খবরে বিবিসি জানিয়েছে, উবুন্টুর ব্যবসায়িক স্পনসর ক্যানোনিকাল গত মঙ্গলবার উবুন্টু নির্ভর স্মার্টফোন ইন্টারফেসের ঘোষণা দিয়েছে। চলতি বছরের ৮ জানুয়ারি থেকে লাসভেগাসে অনুষ্ঠিতব্য সিইএস মেলায় স্মার্টফোনের জন্য উবুন্টু অপারেটিং সিস্টেম প্রদর্শন করবে ক্যানোনিকাল।
ওপেন সোর্স অপারেটিং সিস্টেম হিসেবে ডেস্কটপের বাইরে কোনো পণ্যের জন্য এটাই হবে উবুন্টুর প্রথম অপারেটিং সিস্টেম। অ্যান্ড্রয়েডের বিকল্প হিসেবে উবুন্টু ব্যবহার করা যাবে।
গত বেশ কয়েক বছর ধরেই টাচ প্রযুক্তির স্মার্টফোনের জন্য উবুন্টুর অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করেছে ক্যানোনিকাল।
এর আগে ২০১১ সালে উবুন্টু প্রতিষ্ঠাতা মার্ক সাটলওর্থ টিভি, ট্যাবলেট এবং মোবাইল ডিভাইসে উবুন্টু আনার এক পরিকল্পনার কথা জানিয়েছিলেন। লিনাক্সের ওপেন সোর্সভিত্তিক অপারেটিং সিস্টেম উবুন্টুকে টিভি, ট্যাবলেট এবং স্মার্টফোনে আনতে বিভিন্ন হার্ডওয়ার নির্মাতা সঙ্গে আলোচনাও করেছিলেন তিনি। ইতিমধ্যে উবুন্টু–নির্ভর টেলিভিশনের জন্য ক্লাউড প্রযুক্তির অবকাঠামো তৈরিতে সফল হয়েছে ক্যানোনিক্যাল।
নিউজরুম