বিনোদন ডেস্ক(৩ জানুয়ারী):এবছরও তার কম সিনেমা মুক্তি পায়নি। নতুন বছরেও ঝুলিতে ফিল্মের সংখ্যা নেহাত কম নয় অভিনেত্রী সোনাক্ষী সিনহার। বছর শেষে ‘দাবাং টু’-এর সাফল্য উপভোগ করছেন চুটিয়ে। তার সঙ্গে এও জানাচ্ছেন, হাতে রয়েছে আরও বেশকিছু ছবি। সোনাক্ষী বলছেন, “এবছর শুরু করব ‘লুটেরা’ আর ‘ওয়ান্স আপঅন অ্যা টাইম ইন মুম্বাই টু’-এর কাজ। তারপর রয়েছে ‘বুলেট রাজা’, ‘র্যাম্বো রাজকুমার’ আর ‘থুপ্পাকি’।” অর্থাত্ ২০১৩ ফাঁকা তো নয়ই, বরং বেশ ব্যস্ততার সঙ্গেই কাটবে নায়িকার।
নিউজরুম