গণতন্ত্রকে হত্যার আয়োজন সম্পন্ন করেছে সরকার : ফখরুল

0
206
Print Friendly, PDF & Email

 সরকার গণতন্ত্রকে গলাটিপে হত্যার আয়োজন সম্পন্ন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে যুবদলের কেন্দ্রীয় নেতাদের রাজনৈতিক প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, সরকার গণতন্ত্রকে গলাটিপে হত্যার আয়োজন সম্পন্ন করেছে। দেশের রাজনীতিক পরিস্থিতি ভেঙে পড়েছে।

তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দেশে এখন ক্রান্তিকাল চলছে। তাই বিএনপি নেতাকর্মীদের আরাম-আয়াস ত্যাগ করে রাজপথে ঝাপিয়ে পড়তে হবে।

শেয়ার করুন