কৃষি ডেস্ক(৩ জানুয়ারী):ফরমালিনমুক্ত নির্ভেজাল পণ্যসামগ্রী বিক্রির লক্ষ্য নিয়ে পাবনার ঈশ্বরদীর রূপপুরে গত সোমবার একটি সমবায় বাজারের যাত্রা শুরু হয়েছে। উপজেলা সমবায় কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে ঈশ্বরদী প্রমিনেন্ট সেভিংস বহুমুখী সমবায় সমিতি লিমিটেড বাজারটি পরিচালনা করছে।
বাজারটির উদ্বোধন করেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজেদুল ইসলাম। এ উপলক্ষে আয়োজিত এক ব্যবসায়ী ও কৃষক সমাবেশে বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা গিয়াস উদ্দিন, ঈশ্বরদীর ইউএনও শ্রাবস্তি রায়, উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেন, পাকশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তপন সরদার প্রমুখ। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলমগীর পারভেজ। বাজারের আয় সমবায় সমিতির সব সদস্যের মধ্যে সমভাবে বণ্টন করা হবে।
নিউজরুম