কিম-কানিয়েইয়ের বিয়ে?

0
185
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(৩ জানুয়ারী):ক্রিস হ্যাম্পশায়ারের সঙ্গে কিমের বিবাহবিচ্ছেদ এখনো চূড়ান্ত হয়নি। এর আগেই ঘোষণা এসেছে, কানিয়েই ওয়েস্টের সন্তানের মা হতে যাচ্ছেন কিম কার্দাশিয়ান। কিম আর কানিয়েই বিয়ে করবেনই। তবে এর আগে তো কিমের আগের বিয়েটা ভাঙতে হবে!
তাঁরা দুজনই চাইছিলেন সংসার শুরু করার আগে বিয়েটা সেরে ফেলতে। কিন্তু কিম আর ক্রিসের ডিভোর্স চূড়ান্ত হতে অনেক সময় লাগছে। এটা শেষ হলেই তাঁরা বিয়ে করবেন। জানিয়েছে দুই তারকার ঘনিষ্ঠ এক সূত্র।
২০১১ সালের আগস্টে বাস্কেটবল তারকা ক্রিস হ্যাম্পশায়ারকে বিয়ে করেন কিম। মাত্র ৭২ দিন পরই তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়।

 

নিউজরুম

 

শেয়ার করুন