কুষ্টিয়া (৩ জানুয়ারী) : কুষ্টিয়ায় গণপিটুনিতে ডাকাতদলের দুই সদস্য নিহত এবং একজন আহত হয়েছেন।
বুধবার গভীররাতে সদর উপজেলার গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে।
নিহতরা হলেন-ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তেলটুপি গ্রামের আলম হোসেনের ছেলে আরিফ হোসেন (২৫) ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ধম্বলপুর গ্রামের আশরাফুল ইসলাম (৩৫)। আহত হাসিবুল ইসলাম (২২) সদর উপজেলার আসাননগর গ্রামের মকলেচ হোসেনের ছেলে। তিনি বর্তমানে পুলিশ প্রহরায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানায়, রাতে ৮/১০ জনের একদল ডাকাত আড়পাড়া গ্রামের ইজ্জত আলীর বাড়িতে হানা দেয়। একপর্যায়ে বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া করে ওই তিনজনকে ধরে ফেলে। এসময় বাকিরা পালিয়ে যায়। পরে আটক তিন ডাকাতকে ধরে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা।
এতে আরিফ এবং আশরাফুল ঘটনাস্থলেই মারা যান, আহত হন হাসিবুল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত হাসিবুলকে আটক করে হাসপাতালে ভর্তি করে।
নিউজরুম