জয়পুরহাট ( ২জানুয়ারী) : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে ২৮১/২১ পিলারের কাছ থেকে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার বিকেল ৪টার দিকে ওই সীমান্ত থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।
এরা হলেন, ওই উপজেলার পূর্ব উচনা গ্রামের বাকির হোসেনের ছেলে হাবিল (২২) এবং একই গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে মুজো মিয়া (৪০)।
জয়পুরহাট ৩ বিজিবি কমান্ডার লে. কর্নেল খসরু সাব্বির বাংলানিউজকে জানান, ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশের দায়ে ওই দু’জনকে ধরে নিয়ে গেছে বলে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়ে বিকেল ৫টা দিকে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের মাধ্যমে আটকদের ফেরত দেওয়ার হন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়ছে।
এদিকে সীমান্ত থেকে ওই দু’জনকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় সীমান্তের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া সীমান্তে আলমগীর হোসেন নামের এক বাংলাদেশিকে গুলি করে আহত করেছিল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
নিউজরুম