“পাকিস্তানে ক্রিকেট সফর বাতিল করায় মালালা বলেছেন বাংলাদেশর আচরণ বিড়ালের মত ”

0
171
Print Friendly, PDF & Email

ঢাকা (২ জানুয়ারী) : বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান সফরে যাচ্ছে না, সোমবার বিসিবির এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের কিশোরী মালালা ইউসুফজাঈ।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নিজ টুইটার অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি টুইট করেন মালালা।

টুইটে বাংলাদেশ ও পাকিস্তানকে ট্যাগ করে লেখা হয়, “পাকিস্তানে ক্রিকেট সফর বাতিল করেছে বাংলাদেশ, আফসোস! বাঘের মতো না, এটা তো বিড়ালের মতো আচরণ হলো।”

তবে টুইট করার কিছুক্ষণের মধ্যে মালালার অনুসরণকারীদের কিছু বিরূপ মন্তব্য আসতে থাকে, যাতে সফর বাতিল হওয়ার জন্য পাকিস্তানই দায়ী বলে মত প্রকাশ করেন মন্তব্যকারীরা। এর কিছু সময় পর টুইটটি মুছে ফেলা হয়।

উল্লেখ্য, নারীশিক্ষার পক্ষে কথা বলতে গিয়ে অক্টোবর মাসে পাকিস্তানে তালেবানদের হাতে গুলিবিদ্ধ হন মালালা। বর্তমানে তিনি যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। টাইম ম্যাগাজিন তাকে ২০১২ সালের দ্বিতীয় সেরা ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করেছে।

প্রসঙ্গত, এর আগে দিল্লিতে গণধর্ষণের শিকার তরুণী সিঙ্গাপুরে মৃত্যুবরণ করলে মালালা তার এই অ্যাকাউন্ট থেকেই টুইট করেছিলেন, “ধর্ষকরা তাকে রাস্তায় ছুঁড়ে ফেলেছে, ভারত সরকার ফেলেছে সিঙ্গাপুরে”। এ টুইটটি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছিল।

নিউজরুম

শেয়ার করুন