বির্তকিত বিচারপতি নিজামুল হক ছুটিতে

0
175
Print Friendly, PDF & Email

ঢাকা (২জানুয়ারী) বিচারপতি নিজামুল হক নাসিম ছুটিতে রয়েছেন। তবে কবে থেকে কতো দিনের ছুটি তিনি নিয়েছেন, তা জানা যায়নি। গত ১১ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে মূল কর্মস্থল হাইকোর্টে ফিরে এসেছেন এই জ্যেষ্ঠ বিচারপতি।
বিচারপতি নিজামুল হকের ছুটি নেওয়ার কথা  নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম। তবে তিনি বলেন, ‘‘কবে থেকে কতো দিনের ছুটি, তা বলতে পারছি না।
গত ১৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৯ দিনের শীতকালীন অবকাশ শেষে সুপ্রিম কোর্টের কার্যক্রম শুরু হচ্ছে বুধবার।

মঙ্গলবার প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেন হাইকোর্ট বিভাগের বেঞ্চ পুনর্গঠন করেছেন। ছুটিতে থাকায় কার্যতালিকায় বিচারপতি নিজামুল হকের নাম দেখা যায়নি।

নিউজরুম

শেয়ার করুন