ঢাকা (২ জানুয়ারী) : ভারতে চলন্ত বাসে গণধর্ষনের শিকার তরুণীর মৃত্যুর রেশ না কাটতেই ধষির্ত হলো ১৭ বছরের এক কিশোরী। দক্ষিণ দিল্লিতে ৩১ ডিসেম্বর রাতে নিউ ইয়ারের পার্টিতে এ ঘটনা ঘটে। টাইমস অব ইন্ডিয়াকে পুলিশ এ কথা জানিয়েছে।
ক্লাস নাইনে পড়ুয়া কিশোরীটি সরোজিনি নগরে তার বাবা-মায়ের সাথে থাকেন। অভিযুক্ত দুই ধর্ষককে ওই রাতেই পুলিশ গ্রেফতার করে মঙ্গলবার বিকেলে আদালতে প্রেরণ করে। পরে তিহার জেলে পাঠানো হয়। দুই জনই আইটি প্রতিষ্ঠানে চাকরি করেন।
দিল্লি পুলিশের একটি সূত্র টাইমস ইন্ডিয়াকে জানায়, ঘটনার ব্যাপারে কিশোরীটি জানিয়েছে, ধর্ষণকারীদের একজনের সাথে কয়েক মাস আগে সামাজিক যোগাযোগের মাধ্যমে তার পরিচয় হয়। সেখানে তাদের বন্ধুত্ব হলে ওই ব্যক্তি বার বার তাকে দেখা করতে বলছিল।
নিউজরুম