চাঁপাইনবাবগঞ্জ (২জানুয়ারী) : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর সীমান্তে মঙ্গলবার শেষরাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহতরা হলেন-গোমস্তাপুর উপজেলার বিভিষণ গ্রামের আফসার উদ্দিনের ছেলে মাসুদ (২৩) ও শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া গ্রামের মোস্তফার ছেলে শহীদুল (২৮)।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৩ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শরীফ বাংলানিউজকে জানান, রাত ৩টার দিকে শহিদুল ও মাসুদ গরু আনার জন্য রাধানগর সীমান্তের ২১৯ নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেন। এসময় ভারতের ৩১ বিএসএফ ব্যাটালিয়নের টিলাসন সীমান্ত ফাঁড়ির সদস্যরা তাদের লক্ষ করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মাসুদ ও শহিদুল।
সীমান্ত থেকে ভারতের প্রায় ২শ’ গজ ভেতরে এই ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
ঘটনার পর নিহতদের লাশ নিয়ে গেছে বিএসএফ। লাশ ফেরত চেয়ে ও এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে চিঠি দিয়েছে বিজিবি।
নিউজরুম