‘টাঙ্গাইলের নির্যাতিতা মেয়েটিকে সুস্থ করতে সব ‍কিছু করবে সরকার’

0
173
Print Friendly, PDF & Email

ঢাকা (২ জানুয়ারী) : টাঙ্গাইলের নির্যাতিতা মেয়েটির সুস্থ হয়ে ওঠা এবং আইনি ব্যবস্থার জন্য যা কিছু করা দরকার সরকারের পক্ষ থেকে সকল কিছু করা হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী। এমনকি যদি সুচিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানোর প্রয়োজন হয়, তবে সে বিষয়ে সরকার ভেবে দেখবে বলেও তিনি জানান।

বুধবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে(ওসিসি) মেয়েটিকে দেখতে এসে সাংবাদিকদের কাছে এসব কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী আরো জানান, মেয়েটি বর্তমানে উচ্চ পর্যায়ের ডাক্তারদের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন।

মেয়েটিকে দেখতে গিয়ে প্রতিমন্ত্রী তার হাত স্পর্শ করেন। এ সময় মেয়েটি প্রতিমন্ত্রীর কাছে বাড়ি ফিরে যাওয়ার জন্য আকুতি করেন। ড. শিরীন শারমিন মেয়েটিকে দু’একদিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার কথা বলে সান্তনাও দেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘‘আমাদের সকলের এখন একটাই প্রার্থনা, যেন মেয়েটি সুস্থ হয়ে ওঠেন।’’

প্রতিমন্ত্রী এ ঘটনাটি গণমাধ্যমে সঠিকভাবে তুলে ধরায় সাংবাদিকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘‘সাংবাদিকদের মাধ্যমেই আমরা বিষয়টি জানতে পারি।’’

ওয়ান স্টপ ক্রাইসিসের সমন্বয়কারী ডা. বিলকিছ বেগম বলেন, ‘‘আমরা আগেও বলেছি, এখনো বলছি, মেয়েটি সুস্থ হবে। তবে সময় লাগবে।’’

মেয়েটি ঢামেক হাসপাতালের মানসিক বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে রয়েছে।

তার বর্তমান অবস্থা সর্ম্পকে জানতে চাইলে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালের পরিচালকের অনুমতি লাগবে বলে জানান।

শেয়ার করুন