হবিগঞ্জ (১ জানুয়ারী) : সারাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ করেছেন হবিগঞ্জের স্থানীয় সাংবাদিকরা।
বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শহরের কালেক্টরেট ভবন প্রাঙ্গণের নিমতলায় হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফোরাম সভাপতি এম এ ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহ মশিউর রহমান কামাল।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, ফোরামের সহ-সভাপতি সালাম চৌধুরী, হেমায়েত উল্লা খান জাতু, যুগ্ম সম্পাদক শরীফ চৌধুরী, ভোরের কাগজের প্রতিনিধি শফিকুল আলম চৌধুরী, বাংলানিউজের জিয়া উদ্দিন দুলাল, সাংবাদিক রহমত আলী, আব্দুল হক রেনু, মামুন চৌধুরী কাউছার, অপু চৌধুরী, মিজানুর রহমান সুমন, রায়হান আহমেদ, নাসির উদ্দিন সেলিম, আব্দুল মুকিত, আব্দুল হাই, শাহ মামুনুর রহমান প্রমুখ।
এ ছাড়া মন্দরী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শাহ আলম ওয়াহাব ও ইউপি সদস্য আব্দুল আহাদ সমাবেশে উপস্থিত থেকে সাংবাদিকের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।
বক্তারা বলেন, শিগগিরই সাংবাদিক সাগর-রুনিসহ সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এ ছাড়া সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে। অন্যথায় সারাদেশের সাংবাদিক সমাজ নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।