ঠাকুরগাঁও (১ জানুয়ারী) : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বুজরুক সীমান্তে মঙ্গলবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে মুক্তার আলম (২৭) ও নুরুল ইসলাম (২৮) নামে ২ বাংলাদেশি নিহত হয়েছেন।
তারা হরিপুর উপজেলার কাদাশুকী গ্রামের বাসিন্দা।
বুজরুক সীমান্তের ৩৬১/১এস পিলার এলাকায় ভারতের বোররা ক্যাম্পের বিএসএফ গুলি ছুঁড়লে তাদের মৃত্যু হয়।
দিনাজপুর-২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর মোন্তাসির মামুন সিদ্দিক বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক শেষে ২ বাংলাদেশি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত পতাকা বৈঠক হয় বলেও জানান তিনি।
মেজর মোন্তাসির আরো জানান, ভারতে নিহতদের ময়নাতদন্তের পর বুধবার সকাল ১০টার মধ্যে লাশ ফেরত পাওয়া যেতে পারে।
নিউজরুম