দুদকের জেরায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান

0
701
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, ঢাকা (০৩ ডিসেম্বর) : পদ্মাসেতু কেলেঙ্কারির সঙ্গে জড়িত বলে সন্দেহভাজন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীর জবানবন্দি নিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার বেলা ১০টা ২০ মিনিটে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আসেন তিনি। সাড়ে দশটায় তার জবানবন্দি শুরু হয়।

অনুসন্ধান টিমের প্রধান আবদুল্লা-আল-জাহিদের নেতৃত্বে চার সদস্যের একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করছে।

অনুসন্ধান টিমের অপর তিন সদস্য হলেন- জ্যেষ্ঠ উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী, গোলাম শাহরিয়ার চৌধুরী ও উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম।

এদিকে দুপুর ২টায় সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

আবুলকে জিজ্ঞাসাবাদের জন্য একটি `গাইডলাইন` গত রোববার দিয়েছে ঢাকায় আসা বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেল। সে গাইডলাইন অনুযায়ী ইন্টারোগেশন সেলে তাকে জিজ্ঞাসাবাদ করবে দুদকের অনুসন্ধান টিম।

পদ্মাসেতুর পরামর্শক সংস্থা হিসেবে কানাডিয়ান প্রতিষ্ঠান এসএনসি লাভালিনকে কার্যাদেশ দিতে চারবার টেন্ডার ও মূল্যায়ন কমিটি ভাঙা, কমিটির ওপর প্রভাব বিস্তার, লাভালিনের দু’জন কর্মকর্তার সঙ্গে গোপনে দফায় দফায় বৈঠক, জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বাধীন কমিটিকে ভুল বুঝিয়ে লাভালিনের পক্ষে সুপারিশ আদায় এবং লাভালিনের দুই কর্মকর্তার ডায়রিতে ঘুষের তথ্যসহ নানা অনিয়ম-অসঙ্গতির বিষয়ে আবুল হোসেনকে জেরা করবে দুদকের টিম।

নিউজরুম

শেয়ার করুন