আইনমন্ত্রীর সঙ্গে ইইউ দেশগুলোর রাষ্ট্রদূতদের বৈঠক

0
778
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, ঢাকা (০৩ ডিসেম্বর) : যুদ্ধাপরাধীদের বিচারে আন্তর্জাতিক মান বজায় রাখার ব্যাপারে ইইউভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের আশ্বস্ত করলেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। ইইউভুক্ত ১১টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে অনুষ্ঠিত এ বৈঠকে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে চলমান বিচারের বিষয়ে বর্তমান সরকারের অবস্থান ব্যাখ্যা করেন আইনমন্ত্রী। রোববার জার্মান রাষ্ট্রদূতের গুলশানস্থ বাসভবনে রাত সাড়ে আটটায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রায় দেড়ঘণ্টা সময় ধরে চলা এ বৈঠকে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার বিভিন্ন দিক ইইউভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের অবহিত করেন আইনমন্ত্রী।

বৈঠকে আইনমন্ত্রী বিচারের স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রাখার ব্যাপারে সরকারের আন্তরিকতার বিষয়টি রাষ্ট্রদূতদের সামনে তুলে ধরেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র।

নিউজরুম

শেয়ার করুন