রুপসীবাংলা, ঢাকা (০১ ডিসেম্বর) : ছোট বোনের মৃত্যুর কারণে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম ৩ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বিকেল ৪টা থেকে মুক্তির কথা থাকলেও সোয়া ৪টায়ও এ সংক্রান্ত আদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছেনি।
গোলাম আযমের আইনজীবী অ্যাডভোকেট এসএম কামাল উদ্দীন এ বিষয়ে নিশ্চিত করেছেন।
তিনি জানান, জামায়াতের সাবেক আমির তার বোনকে শেষবারের মতো দেখা ও তার নামাজে জানাজায় অংশ নিতে ৩ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন। বিকেল ৪টা থেকে ৭টা পর্যন্ত তিনি প্যারোলে মুক্ত থাকবেন।
বোনের জানাজায়ে গোলাম আযম ইমামতি করবেন বলেও জানান তিনি।
আরেক আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গোলাম আযমের ছোট বোন জান্নাত আরা বাধর্ক্যজনিত কারণে ৭০ বছর বয়সে রাজধানীর বড়মগবাজার কাজী লেনের বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
এ কারণে সকাল ১০টার দিকে আদালতে প্যারোলে মুক্তির জন্য আবেদন জানানো হয়। আশা করা হচ্ছে, অল্প কিছুক্ষণের মধ্যেই গোলাম আযম প্যারোলে মুক্তি পাবেন।
স্থানীয় মসজিদে নামাজে জানাজার পর জান্নাত আরার লাশ পারিবারিক গোরস্থানে কবর দেওয়া হবে বলে জানিয়েছেন।
উল্লেখ্য, বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ গোলাম আযমের বিচার চলছে। গোলাম আযমের বিরুদ্ধে গত ১২ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে ট্রাইব্যুনালের কাছে তাকে গ্রেপ্তারের আবেদন করা হয়।
২৬ ডিসেম্বর অভিযোগ অবিন্যস্ত এবং শ্রেণীবদ্ধ নয় বলে রাষ্ট্রপক্ষের কৌশুলীদের কাছে সেটি ফিরিয়ে দিয়ে গত ৫ জানুয়ারি পুনরায় অভিযোগ দাখিলের দিন ধার্য্য করে দেন ট্রাইব্যুনাল। ৫ জানুয়ারিতে দেওয়া অভিযোগপত্রে গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী ৬২টি অভিযোগ আনা হয়।
৬২টি অভিযোগের মধ্যে রয়েছে হানাদার বাহিনীকে সহায়তা ও তাদের সঙ্গে চক্রান্ত করার জন্য ছয়টি, তাদের সঙ্গে পরিকল্পনার তিনটি, উস্কানি দেওয়ার ২৮টি, তাদের সঙ্গে সম্পৃক্ততার ২৪টি এবং ব্যক্তিগতভাবে হত্যা ও নির্যাতনের একটি অভিযোগ।
১১ জানুয়ারি বুধবার কয়েকজন আইনজীবীর সঙ্গে হুইল চেয়ারে করে ট্রাইব্যুনালে হাজির হন গোলাম আযম। এসময় তার জামিন আবেদন করা হলে ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হক নাসিমের নেতৃত্বে অপর দুই সদস্য তার জামিন আবেদন নামঞ্জুর করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন।
নিউজরুম