ঢাকা (৩১ ডিসেম্বর) : সরকার একদলীয়ভাবে নির্বাচন করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ সোমবার সকালে জাতীয় প্রেস কাবের সামনে এক কর্মসূচিতে তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি এবং আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মোশাররফ হোসেন বলেন, আমরা সরকারকে বলে দিতে চাই, নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না।
তিনি বলেন, এ রকম জনবিচ্ছিন্ন নির্বাচন করে দেশকে অনিশ্চয়তা ও আতঙ্কের দিকে ঠেলে দেবেন না।
তিনি আরো বলেন, অনিশ্চয়তা থেকে দেশকে রক্ষা করতে হলে বর্তমান সরকারকে হটানো ছাড়া আর কোনো বিকল্প নেই।
মির্জা ফখরুলের মুক্তি দাবি করে তিনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত মহাসচিবকে মিথ্যা মামলায় কারাগারে বন্দি করে রেখেছে। সরকার ভেবেছে, বিরোধী দলের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে চলমান আন্দোলনকে বন্ধ করা যাবে। কিন্তু এটা কখনোই সম্ভব নয়।
নিউজরুম