পাকিস্তান যাচ্ছে না বাংলাদেশ দল: বিসিবি

0
483
Print Friendly, PDF & Email

ঢাকা (৩১ ডিসেম্বর) : বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান যাচ্ছে না। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে যে ক্রিকেট সফর হওয়ার কথা ছিলো তা হচ্ছে না বলেই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল আহসান পাপন।

সোমবার দুপুরে হোটেল রূপসীবাংলায় এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

নাজমুল আহসান এমপি বলেন, পাকিস্তানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার অবনতি এবং দেশের মধ্যেও পাকিস্তান সফর নিয়ে বিরোধিতা থাকার পরিপ্রেক্ষিতে এই সফর বাতিল করা হলো।

এ সফরের ব্যাপারে বিসিবির সাবেক সভাপতি আ হ ম মোস্তফা কামাল পাকিস্তানের ক্রিকেট বোর্ডকে লিখিত প্রতিশ্রুতি দিয়েছিল। সফরে না যাওয়ার সিদ্ধান্তে যে প্রতিশ্রুতি ভঙ্গ করা হলো তা নয়। বিসিবি জানিয়েছে, বাংলাদেশ এ সফর একবারেই বাতিল করে দেয়নি। প্রতিশ্রুতি অনুযায়ী ভবিষ্যতে কোনো একসময় পাকিস্তানে যাবে বাংলাদেশ। তবে সেটা কবে তা পরবর্তী সময়ে জানানো হবে। নাজমুল বলেন,‘আমরা তিন দিন আগে আমাদের অবস্থান জানিয়ে তাদের (পিসিবি) চিঠি পাঠিয়েছি। তাদের নিরাপত্তা পরিস্থিতির যখন উন্নতি হবে তখন আমরা আবারো যোগাযোগ করব। ভবিষ্যতে আমরা এ সফরে যাব, কারণ সেখানে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

সফর স্থগিত করায় পিসিবি’র সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের সম্পর্কে কিছুটা তিক্ততা সৃষ্টি হলে হতেও পারে মনে করেন বিসিবি সভাপতি,‘আমরা এর পরিণতি সম্পর্কে জানি। তারা হয়তো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও আমাদের ঢাকা লিগগুলোয় তাদের  খেলোয়াড়দের পাঠাবে না। হয়তো আমাদের সহায়তা করবে না বা সমর্থন দেবে না।’

নিউজরুম

শেয়ার করুন