ঢাকা (৩১ ডিসেম্বর) : আগামী বছরের ১৩ জানুয়ারি থেকে মালয়েশিয়াগামী শ্রমিকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
সোমবার বিকেল সাড়ে ৩টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, “নিবন্ধনের জন্য ৯ দিন সময় পাওয়া যাবে। এসময়ের মধ্যেই সারাদেশে নিবন্ধন কার্যক্রম শেষ করা হবে। এ প্রক্রিয়ায় দেশের প্রায় ৪ হাজার ৫শ ইউনিয়ন তথ্যকেন্দ্রে গুচ্ছওয়ারি (ক্লাস্টারভিত্তিক) কর্মী নিবন্ধন করা হবে।”
তিনি বলেন, “এজন্য বিভাগওয়ারী নিবন্ধনের জন্য ৩ দিন করে সময় পাওয়া যাবে। পরে কম্পিউটারের স্বয়ংক্রিয় পদ্ধতিতে লটারির মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিয়নের জন্য জনসংখ্যা অনুপাতে কোটা বরাদ্দ করা হবে।”
নিউজরুম