বিনোদন ডেস্ক (৩১ডিসেম্বর):টাইমস ওয়ার্ল্ড ডেস্ক: টেনিস তারকা সানিয়া মির্জা ও পাক ক্রিকেটার শোয়েব মালিকের বিয়ে নিয়ে ছিলো দুই দেশের মানুষের মধ্যেই তুমুল উত্তেজনা ও আগ্রহ। কিন্তু সকলকে হতাশ হতে হয়েছিলো দুই ভূবনের দুই তারকার মিলনে। তবে ভক্তদের জন্য এবার খুশির খবর নিয়ে আসছে নাচ বিষয়ক ভারতীয় রিয়েলিটি শো ‘নাচ বালিয়ে’। নাচের তালে তালে ভক্তদের আনন্দে মাতাতে আসছেন এ তারকা জুটি।
শনিবার থেকে শুরু যাওয়া নাচ বালিয়ে’র পঞ্চম সংস্করণে টেনিস কোর্ট আর ২২ গজের ব্যবধান ঘুচিয়ে আজ একই মঞ্চে জুটি বেঁধে নামতে চলেছেন সানিয়া মির্জা ও শোয়েব মালিক। নাচ বালিয়ে ফাইভে সেলিব্রিটি জুটি হিসেবে প্রথমবার নাচবেন শোয়েব–সানিয়া। তবে শুধুমাত্র একটি পর্বের জন্যই দর্শকেরা তাদের এ নৃত্য অবলোকন করতে পারবেন। কারণ তারা প্রতিযোগিতায় অংশ নেবেন না।
নাচ বালিয়ের একটি বা দুটি পর্বে অতিথি জুটি হিসেবে দেখা যাবে তাঁদের। প্রতিবারের মতো এবারেও ১১টি সেলিব্রিটি জুটি অংশ নেবে প্রতিযোগিতায়। বিচারকের আসনে থাকবেন অভিনেত্রী শিল্পা শেঠি, পরিচালক সাজিদ খান ও কোরিওগ্রাফার টেরেন্স লুইস।
শোয়েব ও সানিয়া ভক্তদের চোখ আজ এ অনুষ্ঠানের দিকেই পড়ে থাকবে। কেমন নাচে তাদের প্রিয় তারকারা, সেটাই এখন দেখার অপেক্ষায় সবাই।
নিউজরুম