ঢাকা (৩১ ডিসেম্বর) : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক ফার্স্টলেডি হিলারি ক্লিনটনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি রক্ত জমাট বাঁধা সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
এর আগে চলতি মাসের প্রথম দিকে মস্তিষ্কে অত্যধিক চাপজনিত জটিলতায় আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন হিলারি। ওই সময় প্রথমে অবশ্য চিকিৎসকরা জানিয়েছিলেন পাকস্থলীর ভাইরাসে আক্রান্ত হওয়ার ফলে তার দেহ পানিশূণ্য হয়ে পড়েছিলো।
এদিকে হিলারি ক্লিনটনের মুখপাত্র ফিলিপে রেইনেস জানিয়েছেন রোববার নিয়মিত পরীক্ষার সময় তার দেহে রক্ত জমাট বাঁধার বিষয়টি লক্ষ করেন চিকিৎসকরা। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি নিউইয়র্কের প্রেসবিতেরিয়ান হাসপাতালে ভর্তি রয়েছেন।
হিলারি ক্লিনটনকে এখন জমাট বাঁধা রক্ত পুনরায় স্বাভাবিক করার চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ফিলিপে রেইনেস। হাসপাতালে তাকে আরও কমপক্ষে ৪৮ ঘণ্টা থাকতে হতে পারে। এ সময় চিকিৎসকরা তার শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি আরও কিছু পরীক্ষা করবেন বলে জানিয়েছেন মুখপাত্র ফিলিপে।