ঢাকা (৩০ ডিসেম্বর) : চলতি বছর দেশে শ্রম অভিবাসন খাতে দুর্নীতির যে চিত্র ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআইবি) জরিপ প্রতিবেদনে উঠে এসেছে, তাকে স্বাগত জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তবে মন্ত্রীর দাবি, টিআইবি যেসব ঘটনার কথা বলেছে, সেগুলো দুর্নীতি নয়, প্রতারণা, আর এর সঙ্গে সরকারও কোনোভাবে জড়িত নয়।
মন্ত্রী টিআইবির জরিপ প্রতিবেদনকে ‘স্বাগত’ জানিয়ে বলেন, শ্রম অভিবাসন খাতে প্রতারণার বিষয়টি সরকারও জানে এবং সরকারের চেষ্টায় গত চার বছরে এর পরিমাণ ‘অনেকটাই কমে এসেছে’।
আজ রোববার ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে মোশাররফ হোসেন বলেন, দুর্নীতি নয়, বিদেশগামী কর্মীরা বেসরকারি খাতে আর্থিকভাবে তির শিকার বা প্রতারিত হয়েছেন। একে দুর্নীতি বলা যাবে না। কারণ এতে সরকার জড়িত নয়। এতে জড়িত বেসরকারি এজেন্ট এবং যাদের মাধ্যমে বিদেশ যেতে আগ্রহীরা ভিসা সংগ্রহ করেছেন, তারা।
নিউজরুম