নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

0
335
Print Friendly, PDF & Email

ঢাকা (৩০ ডিসেম্বর) : নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। আজ রোববার দুপুর একটার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের চৈতন্য এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা মাইক্রোবাসের যাত্রী। তাত্ক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।
শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হাওর বিলাস পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক আসা ভৈরবগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ আটজন নিহত হন। আহত ব্যক্তিদের নরসিংদী জেলা হাসপাতালসহ আশপাশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন