২১ পাকিস্তানী সেনাকে হত্যা করেছে তালেবান

0
142
Print Friendly, PDF & Email

ঢাকা (৩০ ডিসেম্বর) : পাকিস্তানের গোলযোগপূর্ণ উত্তর-পশ্চিমাঞ্চলের পেশোয়ার নগরীর কাছ থেকে অপহৃত ২১ পাকিস্তানী সেনাকে গুলি করে হত্যা করেছে তালেবান।
তালেবান সদস্যরা গত বৃহস্পতিবার ভোরে পেশোয়ারের আফগান সীমান্তের কাছে সরকারি আধা-সামরিক বাহিনীর তিনটি চৌকিতে হামলা চালিয়ে ২৩ সেনাকে ধরে নিয়ে যায়। রকেট চালিত গ্রেনেড, মর্টার ও স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে প্রায় দুইশ’ তালেবান সদস্য ওই হামলায় অংশ নেয়। এ সময় নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হন।
সরকারি কর্মকর্তারা জানান, অপহৃতদের মধ্যে ২১ জনের লাশ নিরাপত্তা চৌকিগুলোর কাছাকাছি একটি নির্জন স্থানে পাওয়া গেছে। তাদের হাত বাঁধা ছিল। শনিবার কোন এক সময় তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সরকার কর্মকর্তা নাভিদ আকবর বলেন, একটি নির্জন এলাকা থেকে ২১ নিরাপত্তা সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, বাকি দুই জনের মধ্যে একজনকে আহত অবস্থায় পাওয়া গেছে এবং একজন অক্ষত অবস্থায় পালিয়ে আসতে সক্ষম হয়েছেন।
অপর সরকারি কর্মকর্তা গুল শেহজাদ বলেন, যে তল্লাশি চৌকিগুলো থেকে সেনাদের অপহরণ করা হয়েছিল তার প্রায় চার কিলোমিটার দূরে একটি নির্জন এলাকায় কয়েকটি লাশ পড়ে রয়েছে বলে গতকাল রাতে খবর পাওয়া যায়। এরপর ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করা হয়।
তালেবান এ হত্যার দায়িত্ব স্বীকার করেছে।

শেয়ার করুন