প্রেসক্লাব নির্বাচন : সবুজ-আবদাল প্যানেল বিজয়ী

0
407
Print Friendly, PDF & Email

ঢাকা (৩০ ডিসেম্বর) :  প্রেসক্লাব নির্বাচনে আগামী দুই বছরের জন্য সবুজ-আবদাল পরিষদ বিজয়ী হয়েছে। মোট ১৭টি পদের মধ্যে ১১টি পদ পায় সবুজ-আবদাল পরিষদ। গত রাত পৌনে চারটার দিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
বাসস’র কামাল উদ্দিন সবুজ সভাপতি ও দৈনিক আমার দেশের সৈয়দ আবদাল আহমদ সাধারণ সম্পাদক পুনর্নিবাচিত হয়েছেন।
কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৩৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউজ আইপোর্ট বিডিডট কম’র সৈয়দ আখতার ইউসুফ পেয়েছেন ১৭৬ ভোট। সৈয়দ আবদাল আহমদ পেয়েছেন ৩৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলিডে’র আব্দুর রহমান খান পেয়েছেন ১৯৩ ভোট।
এছাড়া সিনিয়র সহসভাপতি পদে সবুজ-আবদাল পরিষদের কাজী রওনাক হোসেন (সরগম) ৩৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব মোহাম্মদ জহিরুল ইসলাম পেয়েছেন ১৯৩ ভোট।
সহসভাপতি পদে বিজয়ী হয়েছেন বখতিয়ার রানা (বাসস)। তিনি পেয়েছেন ৩১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউজ আইপোর্ট বিডিডট কম’র কাজী আবদুল হান্নানের প্রাপ্ত ভোট ২২৭।
যুগ্ম সম্পাদক দু’টি পদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন কাদের গনি চৌধুরী (আমার দেশ)। তিনি ৩৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। যুগ্ম সম্পাদকের অপর পদে ইউসুফ-রহমান পরিষদের ফরিদা ইয়াসমিন (ইত্তেফাক) ২৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্য দুই প্রতিদ্বন্দ্বী জহিরুল ইসলাম (এনটিভি) পেয়েছেন ২৪৪ ভোট ও মো. আশরাফ আলী (নয়া দিগন্ত) পেয়েছেন ১১৯ ভোট। জহিরুল সবুজ-আবদাল ও আশরাফ ইউসুফ-রহমান পরিষদের প্রার্থী ছিলেন।
কোষাধ্য পদে জয় পাওয়া ডেইলি নিউজ টুডের বদিউল আলম পেয়েছেন ৩৫০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইত্তেফাকের মীর মোস্তাফিজ আহমেদ।
অন্যদিকে ১০টি সদস্য পদের পাঁটিতে সবুজ-আবদাল পরিষদ ও পাঁচটি পদে ইউসুফ-রহমান পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন। সবুজ-আবদাল পরিষদের নির্বাচিত সদস্যরা হলেন- দ্য ইন্ডিপেন্ডেন্ট’র মো. নূরুল হুদা (৩০৭), দৈনিক আমার দেশের হাসান হাফিজ (৩০৩), এনটিভির নূরুদ্দিন আহমেদ (২৯৫), জাস্ট নিউজ বিডি ডটকম’র নূরুল হাসান খান (২৮৪), বিডি নিউজ টুয়েন্টি ফোর ডটকম’র শান্তা মারিয়া (২৭৭)।
ইউসুফ-রহমান পরিষদের নির্বাচিত পাঁচ সদস্যরা হলেন- সকালের খবরের পারভীন সুলতানা মূসা ঝুমা (৩০৮), সংবাদ সংস্থা এপি’র ফরিদ হোসেন (২৯১), দৈনিক ইত্তেফাকের শামসুদ্দিন আহমদ চারু (২৮৬), দৈনিক ইত্তেফাকের মাঈনুল আলম (২৭১), বাংলাদেশ সংবাদ সংস্থার ছাইফুল ইসলাম শামীম (২৬৮) ।
নির্বাচনে ৬২৯ জন ভোটারের মধ্যে ৫৭৫ সদস্য ভোটা দেন।
এ নির্বাচনে ১৭টি পদের বিপরীতে সবুজ-আবদাল ও ইউসুফ-রহমান প্যানেলের ৩৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচিত কার্য নির্বাহী কমিটির সদস্যরা আগামী দু’ বছরের জন্য (২০১৩-২০১৪) দায়িত্ব পালন করবেন। প্রধান নির্বাচন কমিশনার আবু জাফরের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিশন নির্বাচন পরিচালনা করেন।

নিউজরুম

     
শেয়ার করুন