খালাফ হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

0
488
Print Friendly, PDF & Email

ঢাকা ( ৩০ ডিসেম্বর) : বাংলাদেশে সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী (৪৫) হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মো. মোতাহার হোসেন এ রায় দেন।
এই পাঁচজন হলেন: সাইফুল ইসলাম, মো. আল আমীন, আকবর আলী লালু, রফিকুল ইসলাম ও সেলিম চৌধুরী। এঁদের মধ্যে সেলিম পলাতক আছেন।
চলতি বছরের ৫ মার্চ গভীর রাতে গুলশানের কূটনৈতিক এলাকায় নিজ বাসার সামনে গুলিবিদ্ধ হন খালাফ। পরে ৬ মার্চ চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত শেষে গত ২৪ সেপ্টেম্বর পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ১৭ ডিসেম্বর মামলায় রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করে। ২০ ডিসেম্বর আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন আজ রায় ঘোষণার তারিখ ধার্য করেন।

নিউজরুম

শেয়ার করুন