কৃষি ডেস্ক(৩০ডিসেম্বর): ইসলামী ব্যাংক বরিশাল শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় নগরীর পুরানপাড়া এলাকায় পল্লী উন্নয়ন প্রকল্পের ১০০ জন সদস্যকে এ প্রশিক্ষণ দেয়া হয়। হাঁস–মুরগি ও গবাদিপশু পালন এবং মৎস্য চাষ বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষণ দেন বরিশাল সদর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সঞ্জয় কুমার বিশ্বাস ও সাবেক উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল খালেক।
প্রশিক্ষকেরা হাঁস–মুরগি, গরু–ছাগল ও মাছের উন্নত জাত নির্বাচন; খাদ্য ও বাসস্থান এবং রোগের প্রতিকার সম্পর্কে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেন। এ সময় ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মো: মনিরুল ইসলামসহ অন্য কর্মকর্তারা প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন। ।
নিউজরুম