কৃষি ডেস্ক(৩০ডিসেম্বর):কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন রসায়নিক পদার্থ ছিটিয়ে দুই ভাইয়ের পাঁচ বিঘা জমির ফসল নষ্ট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার ঘোগাদহ ইউনিয়নের কাচির চর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক নুর আমিন ও তাঁর ভাই নুর ইসলাম অভিযোগ করেন, তাঁদের সঙ্গে তাঁদেরই চাচাতো ভাই আবুল হোসেন ও আফজাল হোসেনের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি আটটি মামলা বিচারাধীন। ২১ ডিসেম্বর তাঁরা দুই ভাই বাড়িতে ছিলেন না। এ সুযোগে তাঁদের তিন বিঘা সরিষাখেত ও দুই বিঘা গমখেত নষ্ট করা হয়। এরপর তাঁরা স্থানীয় কৃষি কর্মকর্তা (বিএস) এস এম রেজাউল করিমকে খবর দিলে তিনি এসে জানান, খেতে রাসায়নিক পদার্থ ছিটানো হয়েছে।
রেজাউল করিম বলেন, জমিগুলোর ফসল যেভাবে পুড়ে গেছে, তাতে মনে হয় রাসায়নিক পদার্থ ছিটানো হয়েছে। ফসল ও মাটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
নিউজরুম