বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(৩০ডিসেম্বর):চিপ নির্মাতাপ্রতিষ্ঠান ইনটেলের প্রসেসরযুক্ত স্মার্টওয়াচ বা স্মার্ট হাতঘড়ি তৈরি করতে পারে প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাপল। চীনের প্রযুক্তিবিষয়ক ব্লগে প্রকাশিত তথ্য অনুযায়ী, অ্যাপলের এ স্মার্টওয়াচের নাম হতে পারে ‘আইওয়াচ’।
২০১৩ সালের প্রথম প্রান্তিকেই ব্লুটুথ প্রযুক্তিনির্ভর নতুন স্মার্টওয়াচ বাজারে আনতে পারে অ্যাপল। খবর টেকক্রাঞ্চের।
এর আগে অ্যাপল নির্মিত ষষ্ঠ প্রজন্মের আইপড ন্যানো হাতঘড়ি হিসেবে ব্যবহার করার সুবিধা ছিল।
টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, আইফোন নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাপলের হাতঘড়ি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
নিউজরুম