সালমান অভিষেক ঐশ্বরিয়া এক অনুষ্ঠানে

0
171
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক (৩০ডিসেম্বর): সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সালমান খান, অভিষেক বচ্চন ঐশ্বরিয়া রাই। বড়দিন উপলক্ষে ভারতে বিশিষ্ট শিল্পপতি সানি দেওয়ান তার স্ত্রী আনু ওই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। তবে অনুষ্ঠানের সবচেয়ে চোখে পড়ার মতো দৃশ্য ছিল স্ত্রী ঐশ্বরিয়াকে ফেলে সারাণ সালমান খানকে অভিষেকের সঙ্গ দেয়া। স্ত্রীর সাবেক প্রেমিকের সাথে জুনিয়র বচ্চনের এই দহরমমহরমে শোরগোল উঠেছে বলিউডকেন্দ্রিক বিভিন্ন সংবাদমাধ্যমে

 

বড়দিন উপলে মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সানিআনু দম্পতি। সেখানে হাজির হয়েছিলেন বলিউডের তারকা দম্পতি হুতেশ দেশমুখজেনেলিয়া ডিসুজা এবং অয় কুমারটুইঙ্কেল খান্না। অনুষ্ঠানে আরো এসেছিলেন গৌরী খান। তবে শাহরুখের সাথে নয়, একাই এসেছিলেন শাহরুখপতœ গৌরি। হাজির ছিলেন রণবীর কাপুর, অজয় দেবগন, রানী মুখার্জি, সিকান্দার খের প্রমুখ। তবে সবাইকে ছাপিয়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হন ঐশ্বরিয়া, সালমান অভিষেক

 

রাত আড়াইটার দিকে ভাইদের সাথে অনুষ্ঠানে হাজির হন সালমান। সেখানে এসেই তিনি অভিষেক ঐশ্বরিয়ার মুখোমুখি হন। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে না গিয়ে তিনি বেশ সহজভাবেই অভিষেকের গায়ে হাত রেখে কুশলবিনিময় করেন। এর পরপরই ঐশ্বরিয়াকে ফেলে সালমানকে নিয়ে ঘরের আরেক কোনায় চলে যান অভিষেক। সেখানে তারা গল্প হাসিঠাট্টায় মেতে ওঠেন। সে সময় স্বামী এবং সাবেক প্রেমিকের কাছ থেকে ঐশ্বরিয়া নিরাপদ দূরত্বে অবস্থান করছিলেন বলে জানা গেছে

 

সালমানের সাথে প্রেমের যবনিকাপাত ঘটার পর থেকে বরাবরই তাকে এড়িয়ে চলেছেন ঐশ্বরিয়া। কিন্তু অতীত আঁকড়ে না থেকে সালমানের সাথে এর আগেও বেশ কয়েকটি অনুষ্ঠানে সহজস্বাভাবিকভাবে মিশতে দেখা গেছে অভিষেককে। সর্বশেষ তিনি দাবাং ছবির সেটে হাজির হয়ে সালমানকে আলিঙ্গন করেছিলেন। তবে এসবই ঘটেছে ঐশ্বরিয়ার অনুপস্থিতিতে। এবারে ঐশ্বরিয়ার সামনেই সালমানে মাতলেন জুনিয়র বচ্চন

 

ওই অনুষ্ঠানে শাহরুখপতœ গৌরী খানের সাথেও অন্তরঙ্গভাবে মিশতে দেখা গেছে সালমানকে। অনেকে মন্তব্য করেছেন, সালমান আসলে শত্রুশিবিরের সদস্যদের সাথে বন্ধুত্ব রা করে চলার নীতি মেনে চলছেন

 

নিউজরুম

 

শেয়ার করুন