স্পোর্টস ডেস্ক(৩০ডিসেম্বর): ক্রিকেটপাগল ভারতীয়দের অতীতের সাথে মোটেও যাচ্ছে না চলমান বর্তমান। তা–ও আবার নিজ ভূমে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের উপস্থিতির পরও! দেশটির সব আলোচনা এখন গণধর্ষণের শিকার হয়ে পরপারে পাড়ি জমানো এক তরুণী। ঘটনার পর থেকেই রাস্তায় দেশটির আগামীর ভবিষ্যৎ তরুণ–তরুণীরা। ক্রিকেট পাগলামিতে ওই শ্রেণীর অংশগ্রহণ অপরিহার্য। ক্রীড়া–উন্মাদনায় বিশেষ শ্রেণীর অনুপস্থিতিতে ভারতীয় মিডিয়াও চলমান পাকিস্তান–ভারত সিরিজ নিয়ে তেমন একটা উৎসাহ দেখাচ্ছে না। সেটা দ্বিতীয় টি–২০তে ভারতের দুর্দান্ত জয়ের পরও? যেখানে দুই দলের অতীত মোকাবেলায় ইতিহাস মোটেও ওমন নয়। এর ওপর আজ শুরু হতে যাওয়া পাকিস্তান–ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের সামনে বাধা হয়ে দাঁড়াতে চলেছে মানব নিয়ন্ত্রণের বাইরে থাকা প্রকৃতি। ম্যাচের ভেনু চেন্নাইয়ে গতকাল শনিবার ভারী বর্ষণ হয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাসে যে খবর রয়েছে তাতে আজ রোববার বর্ষার প্রকোপ আরো বাড়বে বলেই ধারণা করছেন তারা।
ফলে একটি বলও মাঠে না গড়িয়ে পরিত্যক্ত হতে পারে পাকিস্তান–ভারতের প্রথম ওয়ানডে।
আর যদি আকাশে সূর্যি মামার হাসি উদিত হয় তাহলে ময়দানি লড়াইয়ে তাপমাত্রাটা বাড়িয়ে দেবেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারতের ক্রিকেটারেরা। ওয়ানডে সিরিজ শুরুর আগে ড্রেসিংরুমে স্বস্তি পুনঃপ্রতিষ্ঠা করেছে স্বাগতিক ভারত। আহমেদাবাদে দ্বিতীয় টি–২০ জয়ে। যেখানে ক্যান্সার জয় করে ক্রিকেটে ফেরা যুবরাজ সিংয়ের ব্যাটিং ঝড়েই তছনছ পাকিস্তানের মূল শক্তি বোলিং বিভাগ। গুল–আজমল কিংবা আফ্রিদি কেউই পারেননি ওই অলরাউন্ডারকে রান খরায় ভোগাতে। ফলে ১–১ এ অমীমাংসিতভাবে শেষ হয়েছে দুই ম্যাচের টি–২০ সিরিজ।
ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের পর দ্বিতীয় টি–২০তে শেষ বলে ছক্কা হজমে সিরিজ জিততে না পারায় বেজায় চাপে পড়ে যান ভারতীয়রা। এর ওপর পাকিস্তানের বিপক্ষে প্রথম টি–২০ হারে খাদের কিনারায় দাঁড়িয়ে যায় ধোনি অ্যান্ড কোং, যা এখন আর নেই। উল্টো দলের সেরা বোলাররা দ্বিতীয় টি–২০তে ভালো করতে না পারায় টেনশন বেড়েছে পাকিস্তান শিবিরের। তবে দলে বেশ কয়েকটি পরিবর্তনের কারণে হয়তোবা ওই ধাক্কা সামলেও নিতে পারবে পাকিস্তান। অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খান–মিসবাহ–আজহার আলী ফিরছেন ওয়ানডে সিরিজে। এ ছাড়া শোয়েব মালিককেও দলে নিয়েছে পাকিস্তান। তবে শহিদ আফ্রিদির জায়গা হয়নি। দুই টি–২০তে চমৎকার বোলিং করা মোহাম্মদ ইরফানকে দেখা যেতে পারে প্রথম ওয়ানডেতে।
বীরেন্দর শেওয়াগের দলে ফেরা ছাড়া তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই ভারতের ওয়ানডে দলে। তবে টি–২০ ভার্সনে খেলানো দুই অলরাউন্ডার জাদেজা ও রোহিত শর্মার মধ্যে যেকোনো একজনকে বেছে নিতে পারেন ধোনি। পেস অ্যাটাকে দিন্দা, ইশান্ত শর্মা ও ভুবনেশ্বরের মধ্যে যেকোনো দু’জন কিংবা তিনজনকেই খেলাতে পারে দুই বছর পর প্রথম ডের ওয়ানডে খেলতে ভারত। ২০১২ সাল ওয়ানডেতে মোটামুটি ভালোই কেটেছে ভারতের। ৯ জয়ের বিপরীতে হার ৬টিতে।
নিউজরুম