স্পোর্টস ডেস্ক(৩০ডিসেম্বর):চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে প্রথম টি–টোয়েন্টি ম্যাচে ৫ উইকেটে হেরে গেলেও আজ সিরিজের দ্বিতীয় ও শেষ টি–টোয়েন্টিতে ১১ রানের জয় দিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। এখন এই দুই দলের শ্রেষ্ঠত্বের বিচারটা হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে। তবে শুধু পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ই নয়, আরও বড় লক্ষ্যে চোখ ভারতীয় ক্রিকেটারদের। প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি দখলে নেওয়ার জন্যই লড়বে ভারত।
এখন ১২০ পয়েন্ট নিয়ে আইসিসি র্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে আছে ভারত। প্রথম ও দ্বিতীয় স্থানে আছে যথাক্রমে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। কিন্তু দুই দলেরই সমান পয়েন্ট, ১২১। ভারত যদি পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেটি জিততে পারে, তাহলে এক পয়েন্টেরও কম ব্যবধান নিয়ে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাকে টপকে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা নিশ্চিত করতে পারবে ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারত। যদি পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারত তিনটি ম্যাচেই জয়ের স্বাদ নিতে পারে, তাহলে ১২৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটা বেশ ভালোমতোই দখল করতে পারবে ধোনির বাহিনী। কিন্তু পাকিস্তান যদি ভারতকে একটি ম্যাচেও হারাতে পারে, তাহলে আগের মতো তৃতীয় স্থানে থাকতে হবে ভারতকে।
অপরদিকে পাকিস্তান এখন আছে ওয়ানডে র্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে। তারা যদি ভারতকে তিনটি ওয়ানডেতেই হারাতে পারে, তাহলে উঠে আসবে পঞ্চম স্থানে।
নিউজরুম