ঢাকা (২৯ ডিসেম্বর) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়ক তরিকুল ইসলাম বলেছেন, ‘যত বেশি অত্যাচার হবে, সরকারের পতন তত তাড়াতাড়ি হবে। গণতন্ত্র এখন রক্তাক্ত, মানবাধিকার শৃঙ্খলিত আর সংবিধান বিচারপ্রার্থী। সরকারের পতনই এ অবস্থা থেকে উত্তরণের এক মাত্র পথ।’
আজ শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তরিকুল ইসলাম এসব কথা বলেন। সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে পুলিশি হয়রানির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
সমাবেশে তরিকুল ইসলাম বলেন, ‘এই সরকার বিএনপির ২৫ হাজার নেতা-কর্মীর নামে মামলা দিয়েছে, চার হাজার নেতা-কর্মীকে জেলে পাঠিয়েছে। তার পরও শেখ হাসিনা স্বস্তি পাচ্ছেন না। এ কারণে আরও অত্যাচার করছে।’
দেশকে নৈরাজ্য ও অন্ধকার গহ্বরের দিকে ঠেলে না দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাইয়ে সরকারের প্রতি আহ্বান জানান তরিকুল ইসলাম। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খানের সভাপতিত্বে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ঢাকা মহানগরের সদস্যসচিব আবদুস সালাম প্রমুখ বক্তব্য দেন।
নিউজরুম