গাজীপুর (২৯ ডিসেম্বর) : ঢাকা-ময়মনসিংহ রেলরুটের পৃথক দুটো স্থান থেকে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত ২ পুরুষের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুর দেড়টা থেকে ৩টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রেলরুটের গাজীপুর সদর উপজেলার ভাওয়াল গাজীপুর ও শ্রীপুর উপজেলার সাতখামাইর স্টেশন এলাকা থেকে ওই মৃতদেহ দুটো উদ্ধার হয়।
গাজীপুর জিআরপি বক্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজাহারুল ইসলাম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ভাওয়াল গাজীপুর স্টেশনের ৩১৩/৭ কিলোমিটারের মধ্যে অজ্ঞাত নামা পুরুষ (৩০) এর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। বেলা দেড়টার দিকে জিআরপি পুলিশ ওই লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অপর দিকে ঢাকা-ময়মনসিংহ রেলরুটের শ্রীপুর উপজেলার সাখামাইর স্টেশনের সঙ্গে রেললাইনের পাশে অজ্ঞাত পুরুষ (৫০) এর লাশ পাওয়া যায়। পুলিশ বেলা ৩টার দিকে ওই লাশটি উদ্ধার করে।