উইন্সলেটের তৃতীয় বিয়ে

0
144
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক (২৯ডিসেম্বর): তৃতীয় বিয়ে করলেন টাইটানিক খ্যাত অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট। সম্প্রতি কেট বাবামাকে না জানিয়ে অনেকটা চুপিসারে নিজের ইচ্ছেতেই বিয়ে করেছেন ৩৭ বছর বয়সী প্রেমিক  নেড রকরোলকে

 

কেটের মুখপাত্র জানিয়েছেন, ‘বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতেগোনা কয়েকজন বন্ধু এবং পরিবারের সদস্য। এটি ছিল অনেক রোমান্টিক প্রাইভেট বিয়ের অনুষ্ঠান।কেটের বাবা রগার বিয়ে সম্পর্কে জানতে চাইলে কেট বলেন, ‘তুমি যা শুনেছ তা ঠিক, বিষয়ে আর কী জানতে চাও।রকরোলের বাবা রবার্ট বলেছেন, ‘এটা আমার জন্য কোনো কিছু না তা আমি জানি। কিন্তু তাদের দুজনের জন্যও অবাক হওয়ার কিছু নেই।১৯৯৮ সালে নির্মাতা জিম থ্রেপলটনকে প্রথম বিয়ে করেছিলেন কেট। এরপর ২০১০ সালে নির্মাতা স্যাম মেন্ডেজের সাথে সাত বছর সংসার করার পর  কেটের বিচ্ছেদ হয়ে যায় কেটের মতো নেডও এর আগে বিয়ে করেছিলেন এলিজা কাউড্রকে। পরে তার সাথে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী কেট উইন্সলেটের সাথে

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন